ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হেরে শিরোপা স্বপ্নে বাধা পেল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
হেরে শিরোপা স্বপ্নে বাধা পেল বার্সা

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রানাদার বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্নটা ভাঙতে বসেছে বার্সেলোনার। বৃহস্পতিবার রাতের ম্যাচে ১-২ গোলে হেরে গেছে মেসিরা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ম্যাচের শুরুটা অবশ্য ভালো করে বার্সারা। ২৩তম মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের পাসে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রেখে খেলছিলেন মেসিরা। তবে ম্যাচের ৬৩তম মিনিটে গোল করে গ্রানাদাকে সমতায় ফেরান ডারউইন ম্যাচিস। আর ম্যাচের ৭৯তম মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন জর্জ মলিনা।

ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বার্সা। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শীষ্যরা।

এই হারের ফলে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল, ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।