ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অকালে চলে গেলেন বার্সার সাবেক গোলরক্ষক আরনাউ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ২২, ২০২১
অকালে চলে গেলেন বার্সার সাবেক গোলরক্ষক আরনাউ

চলে গেলেন বার্সেলোনার সাবেক গোলরক্ষক ফ্রান্সেস আরনাউ। মাত্র ৪৬ বছর বয়সে মৃত্যু হয় তার।

এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে ক্লাব বার্সা। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

কাতালান জায়ান্টদের হয়ে যুব দলে ক্যারিয়ার শুরু করা আরনাউ মূল দলে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত খেলেন। কিন্তু ১৯৯৬ সালেই মূল দলে অভিষেক হয় তার। যদিও তখনও তিনি ‘বি’ দলে ছিলেন। দলের হয়ে তিনি সব মিলিয়ে ৩০টি অফিসিয়াল ম্যাচ খেলেছিলেন।

বার্সা ছেড়ে পরবর্তীতে লা লিগার আরেক দল মালাগায় পাড়ি দেন আরনাউ। আর এই দলটির হয়েই ক্যারিয়ার লম্বা করেন। ২০০১ থেকে ২০১১ পর্যন্ত ১৩০টির বেশি ম্যাচ খেলেন। অবসরের পর ২০১৯ সাল পর্যন্ত এই দলটির পরিচালকের পদে ছিলেন। আর মৃত্যুর সময় রিয়াল ওভিয়েদোর পরিচালনায় ছিলেন।

আরনাউয়ের অবশ্য জাতীয় দল স্পেনের মূল দলের হয়ে কখনোই খেলা হয়নি। তবে অনূর্ধ্ব-২১ ও ২৩ দলে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।