ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি: মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি: মেসি

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আজ চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে পয়েন্ট ভাগাভাগি করে কোপা আমেরিকা মিশন শুরু করল মেসিরা।

 

চিলির বিপক্ষে মেসির দুর্দান্ত ফ্রি কিকে প্রথমার্ধেই এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হজম করে হাতছাড়া করলো টিম আর্জেন্টিনা। অথচ ম্যাচে বল পজিশন প্রায় সমানে সমান (আর্জেন্টিনা ৪৯ ভাগ, চিলি ৫১) থাকা মেসির দল বেশ এগিয়ে ছিল আক্রমণে। আর্জেন্টিনা যেখানে ১৮টি শট নিয়েছে, চিলি নিয়েছে মাত্র ৫টি।

তবে আর্জেন্টাইনদের ওই ১৮ শটে লক্ষ্যে ছিল মাত্র ৫টি। অন্যদিকে চিলির ৫ শটে ৪টিই লক্ষ্যে, একটি আবার গোল।

ম্যাচের পর তাই হতাশাটা গোপন করতে পারেননি মেসি। তিনি বলেন, 'আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি। বলের নিয়ন্ত্রণ ছিল না আমাদের। '

দলের হেড কোচ লিওনেল স্কালোনি অবশ্য বললেন ভিন্ন কথা। তার দাবি, 'জয়টা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো। যাই হোক, খুব কঠিন একটা টুর্নামেন্টের এটা শুরু মাত্র। '

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।