ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন টনি ক্রুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুলাই ২, ২০২১
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন টনি ক্রুস

জার্মানির জার্সিতে আর দেখা যাবে না টনি ক্রুসকে। দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন এই জার্মান মিডফিল্ডার।

 

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি ক্রুস নিজেই জানিয়েছেন।

ইংল্যান্ডের কাছে হেরে জার্মানি চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর থেকেই জাতীয় দলের জার্সিতে ১০৬ ম্যাচ খেলা ক্রুসের বিদায়ের ঘণ্টা বাজছিল। এবার তা বাস্তবে রূপ নিল।  

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ তারকা লিখেছেন, ‘জার্মানির হয়ে ১০৬ বার মাঠে নেমেছি। আর এমন দিন আসবে না। ’

কথাগুলোর মাধ্যমে দুর্দান্ত এক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল তার। একই প্রতিপক্ষকে হারিয়ে ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয় জার্মানরা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।