ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা

রাত পোহালেই দেখা মিলবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় মহারণের। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই ঘিরে সারাবিশ্বের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। ফুটবল ঘিরে বাংলাদেশের জনগণের এই উন্মাদনায় নড়েচড়ে বসেছে খোদ আর্জেন্টিনার দূতাবাস।  

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার খবর এরইমধ্যে সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনা ১৫ হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার মিডিয়ায় প্রকাশিতও হয়েছে। অর্থাৎ আর্জেন্টিনার মানুষও জানে, তাদের ফুটবল টিম ঘিরে বাংলাদেশের মানুষের উত্তেজনা সম্পর্কে। এজন্য আর্জেন্টিনার সরকার ও জনগণের পক্ষ থেকে দেশটির দূতাবাস বাংলাদেশি সমর্থকদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।

আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে নেই। তাই ভারতের দিল্লির আর্জেন্টাইন দূতাবাস থেকে একটি প্রেস নোট এসেছে দেশের এক গণমাধ্যমে। দূতাবাসের কর্মকর্তারা ফাইনালে আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন চেয়েছেন।

প্রেস নোটে বলা হয়েছে, 'বাংলাদেশের নাগরিকবৃন্দকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আমরা জানি, বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক আছেন। মেসি ও নেইমারের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন তারা। আর্জেন্টাইন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের শুভেচ্ছা। অনুগ্রহ করে, উপভোগ করবেন দুর্দান্ত এই ফাইনাল খেলা। আমরা ফুটবল ভালোবাসি। এর উত্তেজনা ও সৌন্দর্য্যের চূড়ান্ত বিকাশে বিশ্বাসী। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ দেখবে। '

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।