এক আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে রেফারিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন ফুটবল লিগে গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।
এমন অভিযোগ করেন আর্জেন্টাইন শীর্ষ বিভাগ ফুটবলের রেফারি দারিও হেরেরা। শুধু তাই নয়, তিনি রীতিমতো মামলাও ঠুকে দিয়েছেন অ্যাটলেটিকো লানুস ক্লাবের খেলোয়াড় লাওতারো আকোস্তার বিরুদ্ধে।
প্রতিপক্ষের মাঠে রেসিং ক্লাব দে আভেয়ানেদার মুখোমুখি হয়েছিল আকোস্তার ক্লাব লানুস। কিন্তু রেফারির সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মেজাজ হারিয়ে বসেন আকোস্তা। রেফারিকে বলে বসেন, ‘তুমি দুর্নীতিবাজ, যদি আর কখনো তুমি আমাদের খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পাও, তাহলে আমি তোমাকে খুন করব। ’
পরে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ রিপোর্ট ঠুকে দিয়েছেন আর্জেন্টাইন রেফারি। লানুস ক্লাবের সভাপতি অবশ্য এ নিয়ে বলেছেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। ’ আকোস্তাও এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এমএমএস