চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। ফলে এক বছর আগেই যে দলটির নেতৃত্ব দিয়েছেন, এখন সেই দলের বিপক্ষেই মাঠে নামবেন সার্জিও রামোস।
শেষ ষোলোর ড্র শেষে রামোস জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে নয়, অন্য কোনো দলকে প্রত্যাশা করেছিলেন তিনি। তবে পিএসজিকে পরের রাউন্ডে তোলার জন্য সম্ভাব্য সবকিছু করতেও রাজি বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'প্রথমে শুনেছিলাম আমাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হিসেবে আমি বেশ পছন্দ করি তাদের। কিন্তু পরে দেখা গেল তা বাতিল হয়ে গেছে। '
রামোস আরও বলেন, '(শেষ ষোলোয়) রিয়াল মাদ্রিদকে না পেলেই খুশি হতাম। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার ব্যাপারটা আনন্দ দিচ্ছে। কারণ, আমি করোনার কারণে ঠিকভাবে বিদায় নিতে পারিনি। ভাগ্য অনেক অনিশ্চিতভাবে কাজ করে। অন্য কোনো দলের বিপক্ষে পড়লে খুশি হতাম। কারণ, সবাই জানে আমি রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসি। '
তবে রিয়ালের জন্য মনে যত ভালোবাসাই থাকুক না কেন, তাদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন রামোস। তিনি বলেন, ‘আমি পিএসজিকে পরের রাউন্ডে নেওয়ার জন্য সবকিছু করব। তারা আমার ওপর ভরসা রেখেছে। আমি এখন তাদের জন্য মরতেও রাজি। ’
ইনজুরিতে মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে কাটানো রামোস এখন পর্যন্ত পিএসজির জার্সিতে মাত্র ১টি ম্যাচ খেলেছেন। ৩৫ বছর বয়সী সেন্টার-ব্যাক জানান, শুরুতে প্যারিসের জীবনে অভ্যস্ত হতে সময় লেগেছে তার, কিন্তু এখন ড্রেসিং রুমের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছেন তিনি। মেসি, নেইমার ও এমবাপ্পের মতো আক্রমণভাগের সুপারস্টারদের সঙ্গে মানিয়েও নিয়েছেন এই ডিফেন্ডার।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমএইচএম