ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত গার্দিওলা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
করোনায় আক্রান্ত গার্দিওলা 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফলে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দলের ডাগআউটে থাকতে পারবেন না ৫০ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা। দলটির সহকারী কোচ হুয়ানমা লিয়োও করোনা পজিটিভ হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।  

গার্দিওলা-লিয়ো ছাড়াও সুইন্ডন টাউনে শুক্রবারের ম্যাচের আগে সিটির মোট ২১ জন সদস্য আইসোলেশনে আছেন। এর মধ্যে মূল দলের সাত খেলোয়াড়ও আছেন। লিগ টু এর দলের বিপক্ষে ম্যাচে গার্দিওলার সহকারী রোডোলফো বোরেল দায়িত্ব পালন করবেন।  

এদিকে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব বার্নলির কোচ শন ডাইচও করোনা পজিটিভ হয়েছেন। তবে দলটির আরও কেউ করোনা আক্রান্ত কিনা তা জানা যায়নি। এর আগে গত ডিসেম্বরে দলটির ৩টি ম্যাচ করোনার কারণে বাতিল করা হয়েছিল।

ডিসেম্বরে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ডের শীর্ষ লিগের মোট ১৭টি ম্যাচ স্থগিত হয়েছে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, লিগের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ১৪ হাজার ২৫০ জনের করোনা পরীক্ষা করানোর পর ৯৪ জনের পজিটিভ ফলাফল আসে। গত সপ্তাহেও ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।