ইরাককে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপে পা রাখলো ইরান।
ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘এ’গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা।
এই নিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ইরান।
একই দিন লেবাননকে ১-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে বিশ্বকাপের পথে আরেক অনেকটা এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া।
সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষে আছে ইরান। সমান ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট ৯।
অন্যদিকে মেলবোর্নে 'বি' গ্রুপের ম্যাচে ভিয়েতনামকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও এখনও তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৪। চীনকে ২-০ গোলে হারানো জাপান সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। শীর্ষে আছে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া সৌদি আরব।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এমএইচএম