ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

একদিন পিছিয়ে গেল আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
একদিন পিছিয়ে গেল আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচ

এরইমধ্যে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বে তাদের আরও দুটি ম্যাচ বাকি রয়ে গেছে; একটি ভেনিজুয়েলা এবং অন্যটি ইকুয়েডরের বিপক্ষে।

বাছাইপর্বে আলবিসেলস্তেদের শেষ ম্যাচ ভেনিজুয়েলার বিপক্ষে। এই ম্যাচটির সূচিতেই পরিবর্তন আনা হয়েছে।

আগামী ২৪ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মানবাধিকার সংগঠনগুলোর অনুরোধে এর পরিবর্তে ২৫ মার্চ ম্যাচটি আয়োজন করবে ফিফা।  

২৪ মার্চ আর্জেন্টাইনদের কাছে একটি স্মরণীয় দিন। ১৯৭৬ সালের এই দিনে সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইসাবেল পেরনকে ক্ষমতাচ্যুত করে সরকারের দায়িত্ব নেয় সামরিক জান্তা। জেনারেল জর্জ রাফায়েল ভিদেলা প্রেসিডেন্ট হন। পরে ১৯৮১ সালে তিনি জেনারেল রবার্তো ভিয়োলাকে ক্ষমতা হস্তান্তর করেন। ৮৭ বছর বয়সে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অবস্থায় জেনারেল ভিদেলার মৃত্যু হয়।

১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার ক্ষমতায় থাকে সামরিক জান্তা। মানবধিকার সংগঠনগুলোর দেওয়া হিসাব অনুযায়ী, সামরিক শাসনের সাত বছরে আর্জেন্টিনায় ৩০ হাজার মানুষ নিহত হয়। তাই আর্জেন্টিনার ইতিহাসে ২৪ মার্চ তারিখটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত। এই দিনে দেশটিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।