ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চোটে পড়ে মৌসুম শেষ পেদ্রির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
চোটে পড়ে মৌসুম শেষ পেদ্রির!

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে বিদায় নেওয়ার পর আরও একটি দুঃসংবাদ পেল বার্সেলোনা। দলটির তারকা মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এ মৌসুম থেকে ছিটকে গেছেন।

এক বিবৃতিতে বার্সেলোনা জানায় বাঁ পায়ের ঊরুতে চোট পেয়েছেন পেদ্রি। অবশ্য এখনও চোটের প্রকৃত অবস্থা জানার অপেক্ষায় আছেন পেদ্রি। তবে এই চোট থেকে সেরে উঠতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত করেনি বার্সেলোনা। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে চোট গুরুতর। খেলতে পারবেন না মৌসুমের পরবর্তী আট ম্যাচ।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ খেলে পেদ্রি করেছেন পাঁচটি গোল। জাভির অধীনে তিনি হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই পেদ্রি না থাকায় কিছুটা হলেও শক্তি কমবে বার্সেলোনার।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।