ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পাঁচ ম্যাচ পর শেখ রাসেলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ৭, ২০২২
পাঁচ ম্যাচ পর শেখ রাসেলের হার

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো শেখ রাসেল ক্রীড়া চক্র।  

আজ শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল।

সাইফের হয়ে একমাত্র গোলটি করেছেন রিয়াদুল হাসান রাফি।

হোম ম্যাচ হলেও আক্রমণভাগে নিষ্ক্রিয় ছিলেন শেখ রাসেলের বিদেশি দুই ফুটবলার। গোটা ম্যাচে দুইবার সুযোগ তৈরি করেছে রাসেল, একবার ক্রসবার আরেকবার সাইড বারে লেগে বল ফিরলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সাবেক চ্যাম্পিয়নদের।

প্রথম ১৫ মিনিটে বেশ আধিপত্য দেখায় সাইফ। এমফন সানডের ফ্রি কিক আশরাফুল রানা হাতের স্পর্শে বাইরে ঠেলে দেন। দ্বাদশ মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের ক্রস বক্সের ভেতরে এমেকার গোলমুখী শট রাসেলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে যায়।  

৪০তম মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে রাসেল। চার্লস দিদিয়েরের গতির ফ্রি কিক সাইফের এক ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে যায়। চার মিনিট পর বক্সের কোণা থেকে দূরের পোস্ট লক্ষ্য করে এমফনের বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আশরাফুল।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন এমফন সানডে। তবে তার শট এগিয়ে এসে ফিরিয়ে দেন অভিজ্ঞ গোলকিপার আশরাফুল রানা। ৫৩তম মিনিটে হেমন্তের দারুণ প্রচেষ্টা সাইড বারে লাগলে হতাশ হতে হয় রাসেলকে।  

৬১তম মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। জামাল ভুঁইয়ার মাপা ক্রসে লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন রিয়াদুল হাসান রাফি। ৮৩তম মিনিটে মান্নাফ রাব্বির গতির শট ক্রসবারে লাগলে সমতায় ফেরা হয়নি রাসেলের।

এই নিয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই থাকল শেখ রাসেল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আর দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারানো বসুন্ধরা কিংস ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মে ০৭, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।