ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা স্কোয়াডে সেনসি চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ১৪, ২০২২
আর্জেন্টিনা স্কোয়াডে সেনসি চমক

ইতালি এবং ইউরো জয়ী দুই দল আর্জেন্টিনা-ইতালি মুখোমুখি হবে ফাইনালিসিমায়। ইউরোপ এবং লাতিনের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামী জুন মাঠে নামবে এই দুই দল।

এই ম্যাচকে সামনে রেখে ৩৫ সদস্যের দল ঘোষনা করেছে আর্জেন্টিনা। এই দলে নাম রয়েছে ইতালিয়ান পাসপোর্টধারী মার্কোস সেনসির। একই ফুটবলারকে দলে নেয়ার চেস্টা চালাচ্ছে ইতালিও।

আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান সেন্টারব্যাক বলা হচ্ছে সেনসিকে। আর্জেন্টিনা এবং ইতালির পাসপোর্টধারী হওয়ায় সময়ের অন্যতম দুই সেরা দলই নিতে চাইছে এই ফুটবলারকে। তবে আর্জেন্টিনার হয়েই সেনসির খেলার সম্ভাবনা বেশি। কারণ আর্জেন্টিনার হয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন তিনি।

দলে ডাক পেয়েছেনে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা, লুকাস আলারিও। তবে দলের আরেকটি বড় চমক ক্রিশ্টিয়ান রোমেরো। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এই ফুটবলার। এবার প্রাথমিক স্কোয়াডে রয়েছে তার নাম।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ
গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)।

মধ্যমাঠ
গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), লিয়ান্দ্রো প্যারেদেস (পিএসজি), নিকোলাস ডমিংগুয়েজ (বোলোনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)।

আক্রমণভাগ
লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ১৪ মে ২০২২

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।