ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথমবারের মতো পুরুষ বিশ্বকাপে নারী রেফারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ১৯, ২০২২
প্রথমবারের মতো পুরুষ বিশ্বকাপে নারী রেফারি

ছেলেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি। আগামী ২১ নভেম্বর কাতারে নামবে এবারের বিশ্বকাপের পর্দা।

যেটিকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ মে) ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার প্রকাশিত তালিকায় তিন জন করে নারী রেফারি ও সহকারী নারী রেফারির নাম রয়েছে। তিনজন রেফারি হলেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপা, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। এছাড়া সহকারী রেফারি হিসেবে রয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক‍্যাথরিন নেসবিট।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে সব মিলিয়ে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।

আগামী ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। যেটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ১৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।