ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মালয়েশিয়ায় প্রবাসীদের খেলা দেখার আমন্ত্রণ জানালেন ফাহাদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ৬, ২০২২
মালয়েশিয়ায় প্রবাসীদের খেলা দেখার আমন্ত্রণ জানালেন ফাহাদ

এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর বাছাই পর্বের ম্যাচ খেলতে মালয়েশিয়াতে অছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৮ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের খেলা শুরু করবে তারা।

ম্যাচটি দেখার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাঙ্গালিদের আমন্ত্রণ জানিয়েছেন দলের ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ।

ম্যাচকে সামনে রেখে সোমবার (৬ জুন) মালেয়শিয়ার বুকেট জলিল স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখান থেকে এক ভিডিও বার্তায় ফাহাদ বলেন, ‘আমরা জানি মালেয়শিয়াতে অনেক প্রবাসী বাঙ্গালী ভাইয়েরা আছেন। যেহেতু স্টেডিয়ামে দর্শক প্রবেশের সুযোগ থাকছে, আমরা আশা করবো বাঙ্গালী ভাই বোনেরা সবাই এসে আমাদের সাপোর্ট করবেন। যাতে আমরা ভালো খেলতে পারি। ’

মালেয়শিয়ার করোনার প্রকোপ কম হওয়ায় এবারের ম্যাচগুলোতে দর্শক প্রবেশের অনুমতি থাকছে। বুকেট জলিল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। এই ম্যাচের জন্য ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু করেছে মালয়েশিয়া। www.tickethotline.com.my এই ওয়েব সাইটে পাওয়া যাবে ম্যাচেটির টিকেট।

বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে বাহরাইন। শক্তির বিচারে এগিয়ে থাকা এই দলটির আক্রমণের বিপক্ষে ডিফেন্স মজবুত করতে চান বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। আগেই জানিয়েছিলেন প্রতি ম্যাচে প্রতিপক্ষ অনুযায়ী সাজাবেন রণকৌশল। বাহরাইন ম্যাচের আগে তাই রক্ষণের দৃঢ়তা বাড়াতে আরও কাজ করার কথা ভিডিও বার্তায় জানিয়েছেন ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ম্যাচ গ্রাউন্ডে ট্রেনিং করলাম। ম্যাচের জন্য সবাই পুরোপুরি ফিট আছে। আজকে আমাদের ট্রেনিং হয়েছে কিভাবে বাহরাইনের সাথে ডিফেন্ডিং নিয়ে কাজ করব। এটা নিয়েই কাজ হয়েছে। সেট পিস নিয়েও কাজ করেছি। সেট পিসে কিভাবে প্রতিপক্ষের ডিফেন্সে পজিশন ঠিক রাখব, সেটা নিয়ে কাজ করছি। আমাদের রক্ষণ থেকে কিভাবে আক্রমণে যাব, কিভাবে বিল্ড-আপ করব, এগুলো নিয়েও কাজ হয়েছে। ’

কাবরেরার সহকারী কোচ মাসুদ কায়সার পারভেজও জানিয়েছেন বাহরাইনকে পর্যালোচনা করে প্রস্তুতি নিচ্ছেন তারা, ‘বাহরাইন শক্ত প্রতিপক্ষ, ইন্দোনেশিয়া থেকেও বেটার দল। ওদেরকে পর্যালোচনা করেই আজকে অনুশীলন সাজিয়েছিলাম। আমাদের প্রস্তুতি বেশ ভালো। আমরা আশা করছি, বাহরাইনের সাথে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব। টিমের যে কম্বিনেশন, টিমের যে ওয়ার্ক সেটা আগের থেকে বেশ ভালো। সবাই ভালো কিছুর জন্য চেষ্টা করবে, সবাই ভালো কিছু চাচ্ছে। সবাই সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত আছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ৬, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।