ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ

শেষ ম্যাচে শেখ রাসেল যুব দলের ড্র

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
শেষ ম্যাচে শেখ রাসেল যুব দলের ড্র

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ১০টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল বাফুফে অ-১৮ ফুটবল লিগ। আজ (২৪ অক্টোবরর) কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পর্দা নামলো অ-১৮ ফুটবল লিগের।

আজ লিগের শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।  

৩৩ মিনিটে গোল করে শেখ রাসেলকে লিড এনে দেন রাজু। ম্যাচের ৪২ মিনিটে রাফিউলের গোলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় শেখ রাসেল। ম্যাচের ৫০ মিনিটে নাবিদুলের গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ। যোগ করা সময়ের শেষ মুহূর্তে শেখের গোলে ম্যাচ ড্র করে রহমতগঞ্জ।

এবারের আসরে দ্বিতীয় স্থান অধিকার করেছে বসুন্ধরা কিংস যুব দল।  ম্যাচের পর বসুন্ধরা কিংস যুব দলের হাতে রানার্স-আপ ট্রফি তুলে দেয়া হয়। এবারের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের নাইমুল তালুকদার। লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেখ জামাল ধানমন্ডী ক্লাবের শ্রী জয় দাস। ফেয়ার প্লে ট্রফি জিতেছে বাংলাদেশ পুলিশ এফসি।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।