ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে শীতকালীন পিঠা উৎসব

আবু তাহির, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
প্যারিসে শীতকালীন পিঠা উৎসব ছবি : সংগৃহীত

প্যারিস (ফ্রান্স): শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেলো পিঠা উৎসব। প্যারিস থেকে প্রকাশিত বাংলা সাময়িকী মাসিক নবকন্ঠ-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।



প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ক্যাথস্যমা এলাকায় রোববার (২৬ অক্টোবর) একটি মিলনায়তনে দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হয়ে রাত ৮টায় উৎসব চলে। এতে হরেক রকম দেশীয় পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশি নারীরা।
সবার জন্য উন্মুক্ত মেলায় প্যারিসের বিভিন্ন প্রান্তে বসবাসরত  বাংলাদেশিরা অংশ নেন।

উৎসবে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।