ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চাঁদপুরে ৩ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
চাঁদপুরে ৩ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

চাঁদপুর: চাঁদপুরে আটটি উপজেলা ও দুইটি পৌরসভায় সোমবার (২০ ফেব্রুয়ারি) ৩ লাখ ৬ হাজার ৮৮৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন তিনি এতথ্য জানান।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাংবাদিক আবদুল আউয়াল রুবেল, কাদের পলাশও শাহাদাত হোসেন শান্ত।

এ সময় চাঁদপুর জেলা সদরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, জেলার আট উপজেলা ও দুই পৌরসভায় মোট ৩ লাখ ৬ হাজার ৮৮৫ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী মোট ৩ লাখ ৬ হাজার

৬৫৮ শিশু এবং ১২-৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৯৮৫ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া জেলার ২ হাজার ১১৫ কেন্দ্রে ক্যাম্পেইন সঠিক তদারকির জন্য ৫০৫ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ৪০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।