ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত ৩২, হাসপাতালে ভর্তি ২৬

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
সাভারে ডেঙ্গুতে আক্রান্ত ৩২, হাসপাতালে ভর্তি ২৬

সাভার (ঢাকা): ঢাকার সাভারে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ জন। তাদের মধ্যে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে এসব তথ্য জানান সাভারের নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন উর রশীদ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২ জন। তাদের মধ্যে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৭ জন শিশু, ১৫ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। আমরা তাদের সবাইকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি।

তিনি সাভারবাসীকে ডেঙ্গু থেকে বাঁচার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু থেকে বাঁচার জন্য অবশ্যই মশারি ব্যবহার করুন। ঘরের আশপাশ পরিষ্কার রাখুন। যেসব জায়গায় পানি জমে থাকে সেগুলো পরিষ্কার করে ফেলুন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।