ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি: ফরিদপুরে পদ্মা হাসপাতালকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি: ফরিদপুরে পদ্মা হাসপাতালকে জরিমানা

ফরিদপুর: ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্যের চেয়ে বাড়তি ফি নেওয়ার অভিযোগে ফরিদপুরের পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্য ৩০০ টাকা হলেও গত ২১ ও ২৩ জুলাই দু’জন রোগীর কাছ থেকে ফি বাবদ ১ হাজার টাকা করে নেয় জেলা শহরের পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।  

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে বুধবার (২৬ জুলাই) দুপুরে ওই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ পুলিশের একটি টিম এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।