ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২০

ফরিদপুর: ফরিদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুব মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

মাহাবুব মিয়ার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে। তিনি ওই গ্রামের মাওলানা সহিদুল্লাহ মিয়ার ছেলে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (০৭ আগস্ট) বিকালে জেনারেল হাসপাতালে ভর্তি হন মাহাবুব মিয়া। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২০ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৯ জন।
 
তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। রাজবাড়ী জেলার তিনজন, ফরিদপুরের দুইজন, মাগুরা জেলার একজন ও মাদারীপুরের একজন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৯৮ জন। এর মধ্যে এক হাজার ৬শ ৫৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।