ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে ইউপি সদস্যের স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ডেঙ্গুতে ইউপি সদস্যের স্ত্রীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসাম্মৎ হনুফা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হনুফা বেগম জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ওবায়দুল হক হিরণের স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

ইউপি সদস্য ওবায়দুল হক হিরন তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে তার স্ত্রী অসুস্থ ছিলেন। শুরুতে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হয়। সোমবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর চৌরাস্তা প্রাইম হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেয়। এরই মধ্যে তার স্ত্রী হনুফা বেগমের মারা যান।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।