ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় হাসপাতালে ৯৫ ডেঙ্গুরোগী ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
খুলনায় হাসপাতালে ৯৫ ডেঙ্গুরোগী ভর্তি ফাইল ফটো

খুলনা: খুলনায় হাসপাতালে ৯৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭২ জন ও খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

রোববার (১৩ আগস্ট) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৫৬৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ জন। এ সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজন রোগী মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অপরদিকে খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন ডেঙ্গুরোগী। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। চলতি বছরে সর্বমোট ১৫০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।