ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে টাঙ্গাইলে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে টাঙ্গাইলে নারীর মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা আক্তার (৩৩) নামে নারীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৫ আগস্ট) সকালে জেলার মির্জাপুর কুমিদিনী হাসপাতালে তিনি মারা যান।

 এনিয়ে টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজন।

রোজিনার গ্রামের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে।  

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সংকটজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন রোজিনা।  

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার  ৪৬৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৮ জন রোগী।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে দশ, নাগরপুরে ছয়, মির্জাপুরে দুই ও মধুপুর উপজেলা চারজন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।