ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: রাজবাড়ীতে নতুন আক্রান্ত ৫৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
ডেঙ্গু: রাজবাড়ীতে নতুন আক্রান্ত ৫৪ জন

রাজবাড়ী: গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪ জন। বর্তমানে জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বাংলানিউজকে এ তথ্য জানান।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৩১, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রয়েছেন।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলার সদর হাসপাতালে ১৮, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৬, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন।  

জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বাংলানিউজকে বলেন, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৬ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৬০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।  

রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি ঘটছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার সবকটি উপজেলাতে আক্রান্তের সংখ্যা আগের থেকে বেশি। ডেঙ্গু রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।