ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: ফরিদপুরে আরও ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
ডেঙ্গু: ফরিদপুরে আরও ৩ জনের মৃত্যু প্রতীকী ছবি

ফরিদপুর: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে।

 

বুধবার (৪ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

মারা যাওয়া তিনজন হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী সালেহা বেগম (৫০), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা এলাকার জুয়েল মোল্যার স্ত্রী শেফালী বেগম (৩০) ও একই উপজেলার চরমালাইনগর এলাকার কার্তিকের ছেলে অনিক (১৬)।  

ফরিদপুর হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৭২ জন রোগী চিকিৎসাধীন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫০ জন।  

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৬৪ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ২৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৬৭ জন রোগী।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।