ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: সালথায় প্রাণ গেল আরও এক যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ডেঙ্গু: সালথায় প্রাণ গেল আরও এক যুবকের প্রতীকী ছবি

ফরিদপুর: ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইমরান মোল্যা (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (৮ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

ইমরান জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মো. সালাম মোল্যার ছেলে। শনিবার (৭ অক্টোবর) রাতে ওই যুবকের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে ইমরান মোল্যা নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মারা যান তিনি।  

এদিকে ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৯১ জন।

ছিদ্দীকুর রহমান আরও জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ১৩ হাজার ৫৭৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৭৯১ জন।  

উল্লেখ্য, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহ আলম ও মো. শামসুল নামে সালথার দুই যুবকের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।