নরসিংদী: নরসিংদী সদর উপজেলার শিলমান্দী কমিউনিটি ক্লিনিক, জেলা হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নরসিংদীর শিবপুরের মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করার নির্ধারিত সফরসূচি ছিল এ উপদেষ্টার।
কিন্তু তিনি সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলায় প্রবেশ করেই আকষ্মিকভাবে সদর উপজেলার শিলমান্দী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে ৫০ শয্যা নরসিংদী সদর হাসপাতালে পরিদর্শনে যান। পরে দুপুর ১২টার দিকে ১০০ শয্যা নরসিংদী জেলা হাসপাতাল পরিদর্শন করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে নির্ধারিত সফরসূচি অনুযায়ী নরসিংদীর শিবপুরের মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান।
সেখানে পরিদর্শন শেষে নরসিংদী সার্কিট হাউজে নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য উপদেষ্টা।
হাসপাতাল পরিদর্শনের সময় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন দুইজন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক।
স্বাস্থ্য উপদেষ্টার আকস্মিক সফরকে স্বাগত জানিয়ে ৫০ শয্যা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষক আলাউদ্দিন বলেন, এমনভাবে সরকারের প্রতিটা দপ্তর আকষ্মিক পরিদর্শন করলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের মনগড়াভাবে অফিস বা যার যার কর্মস্থলে আসতে পারবে না। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে। এতে করে সেবার মান বাড়বে।
১০০ শয্যা নরসিংদী জেলা হাসপাতালে সেবা নিতে আসা আফসানা কামাল বলেন, হাসপাতালে আমি ডাক্তার দেখাতে এসেছি। এ সময় উপদেষ্টা হাসপাতাল পরিদর্শন করতে আসেন, এ আকষ্মিক পরিদর্শন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। এমন আকষ্মিক পরিদর্শন অব্যাহত রাখলে, দেশের সব হাসপাতালের ডাক্তার ও নার্সরা সেবা প্রদানে আরও সজাগ থাকবেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম বলেন, আমাদের অফিসিয়াল নির্দেশনা ছিল, সফরসূচির নির্ধারিত স্থানে অবস্থান করার। তাই আমি মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিকে অবস্থান করছি। পরে সদর হাসপাতাল ও জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা আমাকে জানিয়েছেন, উপদেষ্টা মহোদয় হাসপাতালগুলো পরিদর্শন করছেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
জেএইচ