ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছর মৃত্যু দাঁড়াল ২০১ জনে।

 

শুক্রবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালে (সিটির বাইরে) ২৭ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ৫৯ জন, ঢাকায় (সিটির বাইরে) ১২২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৪ জন, খুলনায় (সিটির বাইরে) ৩৫ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ১৬ জন, রংপুরে (সিটির বাইরে) ছয়জন।

চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৬১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর মোট ৩৭ হাজার ১৭২ জন ছাড়পত্র পেয়েছেন।           

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জন মারা যান। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।