ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি এলাকার হিরা মিয়ার ছেলে।

 

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, নাজমুল হোসেন গত ১০ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর আজ (রোববার, ১৩ অক্টোবর) ভোরে সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও মৃত নাজমুল আগে থেকেই ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন।

এদিকে বতর্মানে এ হাসপাতালে মোট ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলেও জানান ডা. মুন। এর মধ্যে পুরুষ ২১ জন, নারী ৩ জন ও ৪ জন শিশু রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে ২২ জন বাড়ি ফিরেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।