ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

গাইবান্ধায় এইচপিভি টিকা নিয়ে ১৬ ছাত্রী হাসপাতালে

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
গাইবান্ধায় এইচপিভি টিকা নিয়ে ১৬ ছাত্রী হাসপাতালে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর একটি বিদ্যালয়ের ১৬ জন ছাত্রী অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

অসুস্থরা সবাই উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী।

তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে ওই বিদ্যালয়ে এইচপিভি টিকা দেওয়ার কর্যক্রম চলছিল। হাসপাতালের দায়িয়ত্বরত চিকিৎসক ছাত্রীদের টিকা দেন। দুপুর দেড়টার দিকে বেশ কয়েকজন ছাত্রী টিকা নেওয়ার পর শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের অসুস্থ বোধ করে। হঠাৎ ১৬ জন ছাত্রী বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীরা জানায়, টিকা নেওয়ার পরেই তাদের পেট ব্যথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ জামান জিতি বলেন, ছাত্রীরা ভয় ও আতঙ্কে অসুস্থ হয়েছে। বড় কোনো সমস্যা নেই। টিকা নেওয়ার কারণে তাদের বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আশা করছি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দ্রুত তারা বাড়ি ফিরতে পারবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।