ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল এক কিশোরের, হাসপাতালে ভর্তি ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল এক কিশোরের, হাসপাতালে ভর্তি ২৫

ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিপ্লব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৫ ডেঙ্গু আক্রান্ত।

ডেঙ্গুতে মারা যাওয়া বিপ্লবের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কাশিয়ানী এলাকায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বিপ্লব। একইদিন রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।  

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১৭ জন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৯২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৩ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তবে তারা সঠিক সময়ে চিকিৎসা নিলে হয়তো প্রাণহানি এড়ানো যেত। এছাড়া কোনো রোগীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।