ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৩৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৩৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে এক হাজার ৩৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

       

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটির বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ১৬২ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ৩৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭২ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ১৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ৪৮ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৬৯ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) ৩৩ জন, সিলেট বিভাগে (সিটির বাইরে) ছয়জন ডেঙ্গু নিয় হাসপাতালে ভর্তি হয়েছেন।  
      
চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৩৯৩ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।  

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬৯ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৬৭ হাজার ৬৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৫৫ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।