ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

নারায়ণগঞ্জ: ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মন্ত্রণালয়ে আজ মিটিং আছে, এ জন্য আমরা পরিস্থিতি জানতে এসেছি। সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রণে কাজ করবে। আশা করছি ডেঙ্গু পরিস্থিতি ভালো হবে।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমরা দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি। একটা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। জেলা উপজেলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে মশা নিয়ন্ত্রণ। এটি নিয়ে আজও আমাদের মন্ত্রণালয়ে মিটিং আছে। গতকালও আমরা সারা দেশে জুম মিটং করেছি।

জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, ডেঙ্গুরোগীদের আমরা একটা প্রটোকল মেনটেইন করি। আমার ভিক্টোরিয়া হাসপাতালে একটা আইসিইউ আছে। সেখানে আমরা ৮ হাজার এমনকি ৫ হাজার প্লাটিলেটের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। বাংলাদেশে এখন একটা স্ট্যান্ডার্ড ডেঙ্গু চিকিৎসা প্রটোকল মেনটেইন করা হয়। সেভাবেই চিকিৎসা দেওয়া হয়।

এসময় খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এমআরপি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।