ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাগুরায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩

মাগুরা: মাগুরায় বিনামূল্যে একদিনের বিশেষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা সরকারি মহিলা কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. এম এস আকবর এ ক্যাম্পের উদ্বোধন করেন।

স্বেচ্ছাসেবী সংস্থা হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশন এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, গ্যাসট্রোলজি, গাইনি, চর্ম, নাক, কান, গলা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখে ব্যবস্থাপত্র দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
আরএমআই/এসআর/এসআরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।