ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

এখন বাংলাদেশেই মিলবে ইবো থেরাপি

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এখন বাংলাদেশেই মিলবে ইবো থেরাপি

ঢাকা: বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সেবা ইবো থেরাপি এখন বাংলাদেশেই নেওয়া যাবে।

সম্প্রতি ইবোর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে প্যারিসের World Council of Preventive Anti Aging & Regenerative Medicine (WOCPM)-এর সহায়তায় রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত এজলেজ ক্লিনিকে হয়ে গেলো আন্তর্জাতিক মানের কর্মশালা ÔEBOO I HAEMO OZONE THERAPY’।



কর্মশালাটি পরিচালনা করেন বিশ্বের অন্যতম এন্টিএজিং ও প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. রুহি শাকির ও এজলেজ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহানারা ফেরদৌস খান (ঝুমু খান)।

এই থেরাপি সম্পর্কে ডা. জাহানারা ফেরদৌস খান বলেন, বাংলাদেশের শহর জীবনে অক্সিডেটিভ স্ট্রেস ও দূষণ বেড়ে চলেছে। এর ফলে বয়সের আগে ক্ষয়, কার্যক্ষমতা হ্রাস, অবসাদ ও বিভিন্ন রোগ বেড়েই চলেছে। এসব সমস্য থেকে মুক্তি পেতে ইবো থেরাপি একটি স্বস্তিময় ও কার্যকরি সমাধান।

পার্শ্বপ্রতিক্রিয়াহীন ইবো থেরাপি যে কেউ নিতে পারেন। সেবাটি বাংলাদেশে দিচ্ছে এজলেজ ক্লিনিক।
বিস্তারিত জানতে : ০১৯৭২৪৩৫৩৭৭, ক্লিক করুন-

বাংলাদেশ সময় ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এএইচএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।