ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুর মেডিকেল কলেজ ইন্টার্নদের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
ফরিদপুর মেডিকেল কলেজ ইন্টার্নদের ধর্মঘট

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘটে গিয়েছেন ফরিদপুরের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার দুপুর ১২টা থেকে তারা ধর্মঘট শুরু করেন।



আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা নিজেদের নিরাপত্তায় হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মিছিল করেছেন।

হামলার শিকার ফরিদ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাতে এক প্রভাবশালী রোগীর স্বজন হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে মোটরসাইকেল রাখেন।

তাতে বাধা দিলে ওই ব্যক্তি বাইরে থেকে আরো ৪/৫ জন ডেকে এনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

শনিবার সকাল ১১টায় ইন্টার্ন চিকিৎসকরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে হাসপাতাল তত্ত্বাবধায়ককে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

রোববার সকাল ১১টায় আলটিমেটামের ২৪ ঘণ্টা পার হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দুপুর ১২টা থেকে কর্মবিরতিতে যান হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এবিএম শামসুল আলম বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে বলা হয়েছে। প্রশাসন বিষয়টি আন্তরিকভাবে দেখছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
টিকে/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।