ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মধুপুরে বিশ্ব এইডস দিবস পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৩

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার বেলা সাড়ে ১১টায় র‌্যালি শেষে হাসপাতাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।



এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু: নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মধুপুর পৌর শহর প্রদক্ষিণ শেষে হাসপাতাল গেটে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মসিহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।