ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় হোমিওপ্যাথিক প্যারামেডিকেলের সমাবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
খুলনায় হোমিওপ্যাথিক প্যারামেডিকেলের সমাবর্তন

খুলনা: খুলনায় বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারামেডিকেলের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনা নগরীর বিভাগীয় জাদুঘর মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দি রয়েল হোমিও ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ডের মহাপরিচালক ডা. হাসান আলী তালুকদার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটির চেয়ারম্যান জিয়াউল আমীন।

বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ চৌধুরী মাহাবুবুল হক ও সহযোগী অধ্যাপক ডা. খান আলাল উদ্দিন।

অনুষ্ঠানে খুলনাঞ্চলের প্রায় তিন শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কয়েকজনকে সনদ প্রদান করা হয়। প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় এবং শিশুদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সততা ও দক্ষতার সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসাকে প্রতিটি মানুষের দ্বারে পৌঁছাতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।