ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে মা-শিশু স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
সিলেটে মা-শিশু স্বাস্থ্যসেবা বিষয়ক সভা ছবি: সংগৃহীত

সিলেট: পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবা প্রচার সপ্তাহ উপলক্ষে সিলেটে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) দুপুরে নগরীর আলমপুরস্থ পরিবার পরিকল্পনা অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।



৮ নভেম্বর (০৮-১৩ নভেম্বর) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্য সেবা প্রচার সপ্তাহ। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আইন মেনে বিয়ে, পদ্ধতি জেনে সংসার, বিশের পরে সন্তান, তারুণ্যের তিন অঙ্গীকার। ’

পরিবার পরিকল্পনা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শামসুল আলম চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এফপিসিএসটি-কিউএটি এর সিলেট আঞ্চলিক সুপারভাইজার ডা. উমর গুল আজাদ, পরিবার পরিকল্পনা সিলেটের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।