ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৩০ মিনিট সাইক্লিং করে ৫০ শতাংশ ডায়াবেটিস ঝুঁকি হ্রাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
৩০ মিনিট সাইক্লিং করে ৫০ শতাংশ ডায়াবেটিস ঝুঁকি হ্রাস ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিদিন ৩০ মিনিট সাইক্লিং করলে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, ৩০ শতাংশ ব্লাড প্রেসার ও হৃদরোগের ঝুঁকি কমানোসহ আরো ৫০ শতাংশ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করা সম্ভব।
 
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এক র‌্যালি শেষে বক্তারা এসব তথ্য জানান।


 
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ র‌্যালির উদ্বোধন করেন ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
 
আয়োজক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো ‌উপস্থিত ছিলেন, মহাসচিব মো. সাইফ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।