ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

অধ্যক্ষ, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ

গড়তে চাই সেবায় ব্রতী চিকিৎসক

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
গড়তে চাই সেবায় ব্রতী চিকিৎসক অধ্যাপক ডা. বি এম আলী ইউসুফ, অধ্যক্ষ, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ

ঢাকা: বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বি এম আলী ইউসুফ বলেন, 'এ বছরই আমরা ৪০ জন ছাত্রছাত্রী নিয়ে গত ১০ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছি। এসব ছাত্রছাত্রীর বেশির ভাগই নিম্নমধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের সন্তান, যারা সবাই খুবই মেধাবী।

আমরা অন্যদের চেয়ে খুব কম টাকায় এখানে এসব ছাত্রছাত্রী ভর্তি করেছি মেধাভিত্তিক যোগ্যতার ভিত্তিতে। এ ক্ষেত্রে সরকারি সব ধরনের নিয়মকানুন অনুসরণ করা হয়েছে। বিশেষ দরিদ্র-মেধাবী কোটা থেকেও আমরা একেবারে বিনা পয়সায় দুজন ও মুক্তিযোদ্ধা কোটা থেকে একজন শিক্ষার্থী ভর্তি করেছি। ' অধ্যক্ষ বলেন, 'এবার শুরু করলেও আমাদের কলেজের যাবতীয় প্রস্তুতি চলছিল আরো আগে থেকেই। ' সৌজন্যে: দৈনিক কালের কণ্ঠ।

বাংলাদেশ সময় ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।