ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

অনুন্নত স্বাস্থ্যাভ্যাস জনস্বাস্থ্য নিশ্চিতকরণে মূল চ্যালেঞ্জ

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
অনুন্নত স্বাস্থ্যাভ্যাস জনস্বাস্থ্য নিশ্চিতকরণে মূল চ্যালেঞ্জ

ঢাকা: উন্নত স্বাস্থ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত আচরণের ক্ষেত্রে অধিকাংশ মানুষের ধারণা থাকলেও, এটি মেনে চলার প্রবণতা বাড়ানোই মূল চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বক্তারা।

রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র অবহিতকরণ’ অনুষ্ঠানে বক্তারা এ মতামত দেন।



সরকারের পলিসি সার্পোট ইউনিট (পিএসইউ) ও ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে ইউকেএইড’র সহায়তায় এর আয়োজন করে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব ও পলিসি সাপোর্ট ইউনিটের প্রকল্প পরিচালক কাজী আব্দুল নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান। স্বাগত বক্তব্য রাখেন ওয়াটার এইডের দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।