ঢাকা: বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ কর্মী দলের স্বাস্থ্যসেবা বিষয়ক বৈঠক বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ সদস্যের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ওষুধ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জিরতসিন্ধভানান্দ।
প্রতিনিধিদলে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বোর্ড অব ট্রেড অ্যান্ড প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন।
২০১৩ সালে বাংলাদেশ-থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যৌথ কর্মী দলের সভায় চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য খাতে এবং ওষুধ শিল্পে বিনিয়োগের কারিগরি সহযোগিতা বিষয় নিয়ে আলোচনা হবে।
দুই দেশের যৌথ বাণিজ্য কমিটির ৪র্থ বৈঠকের প্রস্তুতিমূলক হিসেবে এ সভায় চূড়ান্ত সুপারিশমালা প্রণয়ন করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা। সদস্য হিসেবে আছেন, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড, স্বাস্থ্য সেবা অধিদফতর, পরিবার-পরিকল্পনা অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ওষুধ শিল্প মালিকদের প্রতিনিধি ও বেসরকারি ক্লিনিকের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সফররত প্রতিনিধিদলটি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালও পরিদর্শন করবে। একই সঙ্গে তারা যাবেন টঙ্গীতে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত বিভিন্ন ওষুধ কারখানাতেও।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমএ/