ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
বগুড়ায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় প্রসেসিং অফ র-ম্যাটারিয়ালস অব হোমিওপ্যাথিক মেডিসিন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 
শনিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের টিএমএসএস মহিলা মার্কেটের ঊষা হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 
 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে এ কর্মশালা হয়।
 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সভাপতি ডা. এসএএম রেজা-উর রহিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড সদস্য প্রভাষক ডা. এস.এম. মিল্লাত হোসেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. দেলওয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ ডা. আব্দুস আব্দুস সামাদ, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডা. মাহবুব হাফিজ, সহ-সভাপতি ডা. আলী হোসেন।
 
এছাড়া ডা. মোস্তফা আলম, ডা. শহিদুর রহমান, ডা. মোখলেছুর রহমান, ডা. সাহেদুল আলম, ডা. আব্দুল খালেক, ডা. মোস্তাক-আল-রুবিন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ফাতেমা নার্গিস ফাতেমা বিনতে রহমান, ডা. মুঞ্জরুল আলম লিটন, ডা. হুমায়ন কবির, ডা. আয়ুব হোসেন, ডা. আবুল হোসেন, ডা. ইয়াছিন আলী, ডা. এ আলম রেহান, ডা. শফিকুল ইসলাম, ডা. শাহ গাজী, ডা. আতিকুর রহমান সুমন, ডা.আব্দুল আলিম, ডা. শাহাবুদ্দিন আহম্মেদ, ডা. আকরাম বিন হামেদ, ডা. আবুল কালাম আজাদ, ডা. এসএম আমির উদ্দিন, ডা. শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহৃত ভেষজের প্রক্রিয়াজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় হোমিও চিকিৎসকসহ শিক্ষার্থীরা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।