ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বহিঃবিভাগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
মমেক হাসপাতালে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বহিঃবিভাগের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের তত্ত্বাবধানে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বহিঃবিভাগের উদ্বোধন হয়েছে।

 

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শঙ্কর নারায়ণ দাস এ বিভাগের উদ্বোধন করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. এ কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. মতিউর রহমান ভুইয়া, নভো-নরডিস্ক ফার্মা লি: এর বিজনেস অপারেশন ডিরেক্টর এম এ রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত সরকারি হাসপাতালটিতে নতুন বহিঃবিভাগ চালু হওয়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের রোগীদের কল্যাণ সাধিত হবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।