ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করাই কঠিন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
‘বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করাই কঠিন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাস্থ্যখাতে বরাদ্দ হওয়া অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করাই কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (১৯ জুন) স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম-বিএইচআরএফ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যৌথ আয়োজনে  ‘মিট দ্য প্রেস’ এ তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ হওয়া অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করাই কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই এ অস্বচ্ছতা ধরা হয়, শাস্তিও দেওয়া হয়। কিন্তু এরপরও কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে ফের পার পেয়ে যায়।

বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সভাপতি তৌফিক মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহামুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের  সিনিয়র নিবার্হী সদস্য শিশির মোড়ল ও সহ-সভাপতি নূরুল ইসলাম হাসিব প্রমুখ বক্তব্য দেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, প্রয়োজনের তুলনায় আমাদের দেশে স্বাস্থ্য বাজেট তুলনাম‍ূলক কমছে। এবার টাকার অংকে কিছুটা বাড়লেও তা আরও বাড়ানো উচিৎ ছিলো।

‘এক্ষেত্রে বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্রগুলোর যারা নেতৃত্ব দেন তাদের ওপর অনেক দায়িত্ব রয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালন করলে সীমাবদ্ধতার মধ্যেও ভালো স্বাস্থ্যসেবা দেওয়া যায়। ’

অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাত উন্নয়নে নানা পদক্ষেপ ও অর্জনের কথাও তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অনেক কাজই দাতা সংস্থার নানা ধীরগতি প্রক্রিয়ার কারণে দ্রুত শুরু কিংবা শেষ করা যায় না। অনেক ক্ষেত্রে এসব সংস্থা বিভিন্ন ধরনের আপত্তিও জানিয়ে বসে।

দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে নাসিম বলেন, বেসরকারি খাতে অনেক মেডিকেল কলেজই রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। তবে যারা শর্ত পূরণ করতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। এ ক্ষেত্রে বিভিন্ন সময় চাপের মুখে পড়তে হয়।
গত ৬ জুন সংসদে উত্থাপিত বাজেটে ২০১৬-১৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে মোট ১৭ হাজার ৮৫৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। যা প্রম্তাবিত মোট জাতীয় বাজেটের ৫ দশমিক ১ শতাংশ।

২০১৫-১৬ অর্থবছরের জন্য এ খাতে ১২ হাজার ৭২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করলেও তা সংশোধিত আকারে উন্নীত হয় ১৪ হাজার ৮৪০ কোটি টাকায়।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।