ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রংপুরে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী ১০ ডিসেম্বর শনিবার ২য় রাউন্ডে দেশে ৬ থেকে ১১ মাস বয়সী ২৩ লাখ ও ১২ থেকে ৫ বছরের কম ১ কোটি ৮৭ লাখ সহ মোট ২ কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রংপুর: আগামী ১০ ডিসেম্বর শনিবার ২য় রাউন্ডে দেশে ৬ থেকে ১১ মাস বয়সী ২৩ লাখ ও ১২ থেকে ৫ বছরের কম ১ কোটি ৮৭ লাখ সহ মোট ২ কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)  সদর হাসপাতাল মিলনায়তনে জেলা সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় ও সিটি কর্পোরেশন মিলনায়তনে মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু অভিভাবক, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে মতবিনিময় করেন।

শনিবার রংপুর জেলার ৮ উপজেলায় ৪ লাখ ৮১ হাজার ৮১৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ১ লাখ ২৬ হাজার ৫শ’ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

কোনো শিশু যেন বাদ না পড়ে সেজন্য রেলস্টেশন,বাসটার্মিনাল, হাট বাজার ও দুর্গম চরাঞ্চলে ব্যাপক প্রচারাভিযান চালানো হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।