ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে কঠোর ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে কঠোর ব্যবস্থা অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ছবি: বাংলানিউজ

সরকারি সময়সূচি অনুযায়ী চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রাজশাহী: সরকারি সময়সূচি অনুযায়ী চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

শাহরিয়ার আলম বলেন, নিয়ম অনুযায়ী সঠিক সময়ে সব চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এজন্য কোনো ভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে আপনাদের সুচিকিৎসায় একজন অসুস্থ রোগী সুস্থ হয়। আবার অপচিকিৎসায় মারা যায়। তাই স্বাস্থ্য সেবায় সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

চিকিৎসা ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা ‍তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের খুব কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা সাধারণ মানুষের দরজায় কড়া নাড়ছে।

আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, স্কুল-কলেজ সবখানেই যেভাবে উন্নয়ন ঘটিয়েছে, তা অতীতের কোনো সরকারের সময়ই করা সম্ভব হয়নি বলেও মত দেন তিনি।

রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. সাইফুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ ফকরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, স্বাস্থ্য কমপ্লেক্সে কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী শেখ প্রমুখ।
 
এর আগে প্রতিমন্ত্রী চারঘাট হাসপাতালের জন্য বরাদ্দ করা শীতাতপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন।

বিকেলে ভায়ালক্ষ্মীপুর মাদ্রাসায় মতবিনিময় সভা শেষে বুদিরহাট কলেজে চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এসএস/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।