ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কালিয়াকৈরে বিনামূল্যে চক্ষু সেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
কালিয়াকৈরে বিনামূল্যে চক্ষু সেবা  কালিয়াকৈরে বিনামূল্যে চক্ষু সেবা

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ চিকিৎসা সেবা চলছে।

সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন ৯ পদাতিক ডিভিশনের অধীন ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় ওই উপজেলার স্থানীয় দুস্থদের মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ পর্যন্ত ২৮০ রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ও ৫৬ রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

এছাড়াও ফরমেশনের অধীনস্থ ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ২৩৮৬ রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হয়। স্থানীয় চারটি স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা হতে উদ্বোধন করা হয় ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সাভার সম্মিলিতি সামরিক হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা এ সেবা দিচ্ছেন।

শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন বিগত বছরগুলোতেও ৯ পদাতিক ডিভিশন এই প্রাথমিক চিকিৎসা সেবা আয়োজন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭

এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।